আসসালামুয়ালাইকুম , আমরা পৃথিবীতে এসেছি সৃষ্টিকর্তার ইচ্ছায় । আমরা সৃষ্টির তৈরী শ্রেষ্ঠ  মানবজাতি । আমরা জন্মানোর পর থেকেই নিরীহ ভাবেই বেড়ে উঠি । ধীরে ধীরে আমরা চলমান জীবন যাপনে মগ্ন হতে থাকি , সাথে সাথে বদলায় আমাদের চেতনা , পরিবর্তন হতে থাকে দৃষ্টিভঙ্গির , , হ্যাঁ আমি সেই মানুষের কাতার থেকেই বলছি । আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে জগতের চিন্তা চেতনা সম্পর্কে যেটুকু ধারণা সে সম্বন্ধে আমার এই ব্লগ । 

Assalamuwalaiqum, we came to the world by the will of God. We are the best people created in the world. We grew up silently since we grew up. Gradually, we are overwhelmed by the ongoing life, changing our consciousness, changing the attitude, yes, I say from the person's queue. From my own perspective, this blog about the idea of ​​world thinking is about the idea.

Comments

Popular Posts