যখন আমার জীবনের কিছু প্রবলেম ফেস করছিলাম , তখন চলমান সমস্যাগুলোকে ভয় করছিলাম , কই তখন তো মরে যায়নি , বেঁচেও তো ছিলামনা , বলা চলে জীবন মৃত্যুর মাঝখানে সারভাইব করছিলাম এরকম কিছু !! আসলে যখন যেই পরিস্থিতি আসুক না কেন , নিজের ভিতরের কথা শুনুন । আপনার মন কি বলে শুনুন ।
কেননা আপনি যেটা মেনে নেন _ আজ না হয় কাল আপনি সেটা হয়ে যান । আরে ভাই জীবনে না আপনাকে দৌড়াইতে হবে না থেমে থাকতে হবে , আপনাকে শুধু চলতে হবে । যদি তোমার চিন্তা চেতনার বাহ্যিক আবির্ভাব দেখে মানুষ বলে তুমি পাগল , তখন তুমি বুঝবে যে তুমি সঠিক পথ অবলম্বন করছ । আসলে মানুষের জীবনে স্বার্থকতা আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে খারাপ অভিজ্ঞতা থেকে ।
আজ আমি আমার ব্লগে এসব বকবক করছি , লোকে পাগল ভাবছে , , যদি কখনও আমি না থাকি , তারপরও আরেকজন আসবে , তারপর আরেকজন , আরে অনলাইনে পাগলের অভাব হবেনা । কেননা পাগলের উদ্ভব গভীর ভাবনা থেকেই হয় ।
যাই হোক - সত্যি বলতে ম্যাক্সিমাম মানুষ ইলুশন এ থাকে , ইলুশনের আলাদা আলাদা চশমা পরে থাকে । যেকোন একটা ঘটনা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে দেখে । তবে যদি একজন মানুষ চায় যদি সে লেগে থাকে তবে সে পুরো দুনিয়ার বাস্তবতা বদলে দিতে পারে নিজের ইলুশন দিয়ে ।
When I was facing some problems in my life, I was afraid of running problems, I could not have died, I did not live, I would have been saying, Surviving in the middle of life. Actually, when the situation comes, listen to your inner voice. Listen to what your mind says.Because you admit that you do not have it today or tomorrow you become that. Hey, you do not have to run in your brother's life, you just have to stop. If you think that people are crazy about the outward manifestation of your thoughts, then you will understand that you are taking the right path. In reality, self-interest comes from experience and experience comes from bad experiences.Today I am shouting at my blog, people are crazy, if ever I am not, yet another will come, then another, there will be no shortage of madness online. Because the crazy origins are from deep thoughts.However, the fact that the maxim man lives in the Illusion, illusion's different glasses are still there. Anyone can see each and every person differently. But if a man wants to do so, he can change the reality of the whole world by himself.
কেননা আপনি যেটা মেনে নেন _ আজ না হয় কাল আপনি সেটা হয়ে যান । আরে ভাই জীবনে না আপনাকে দৌড়াইতে হবে না থেমে থাকতে হবে , আপনাকে শুধু চলতে হবে । যদি তোমার চিন্তা চেতনার বাহ্যিক আবির্ভাব দেখে মানুষ বলে তুমি পাগল , তখন তুমি বুঝবে যে তুমি সঠিক পথ অবলম্বন করছ । আসলে মানুষের জীবনে স্বার্থকতা আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে খারাপ অভিজ্ঞতা থেকে ।
আজ আমি আমার ব্লগে এসব বকবক করছি , লোকে পাগল ভাবছে , , যদি কখনও আমি না থাকি , তারপরও আরেকজন আসবে , তারপর আরেকজন , আরে অনলাইনে পাগলের অভাব হবেনা । কেননা পাগলের উদ্ভব গভীর ভাবনা থেকেই হয় ।
যাই হোক - সত্যি বলতে ম্যাক্সিমাম মানুষ ইলুশন এ থাকে , ইলুশনের আলাদা আলাদা চশমা পরে থাকে । যেকোন একটা ঘটনা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে দেখে । তবে যদি একজন মানুষ চায় যদি সে লেগে থাকে তবে সে পুরো দুনিয়ার বাস্তবতা বদলে দিতে পারে নিজের ইলুশন দিয়ে ।
When I was facing some problems in my life, I was afraid of running problems, I could not have died, I did not live, I would have been saying, Surviving in the middle of life. Actually, when the situation comes, listen to your inner voice. Listen to what your mind says.Because you admit that you do not have it today or tomorrow you become that. Hey, you do not have to run in your brother's life, you just have to stop. If you think that people are crazy about the outward manifestation of your thoughts, then you will understand that you are taking the right path. In reality, self-interest comes from experience and experience comes from bad experiences.Today I am shouting at my blog, people are crazy, if ever I am not, yet another will come, then another, there will be no shortage of madness online. Because the crazy origins are from deep thoughts.However, the fact that the maxim man lives in the Illusion, illusion's different glasses are still there. Anyone can see each and every person differently. But if a man wants to do so, he can change the reality of the whole world by himself.
Comments
Post a Comment